বউ আসলো হেলিকপ্টারে
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিয়ের দেড় বছর পরে হেলিকপ্টার ভাড়া করে বাড়িতে বউ নিয়ে এলেন রাকিবুল ইসলাম (রাকিব) নামের এক মেরিন ইঞ্জিনিয়ার।
সোমবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় বরগুনার আমতলী উপজেলার তালুকদার বাজার এলাকায় হেলিকপ্টারে করে বউ নিয়ে আসেন তিনি।
এদিকে, হেলিকপ্টারে করে বউ আনার খবরে এলাকার মানুষদের মধ্যে উদ্দীপনা দেখা দেয়। তারা সবাই বউ-জামাই এবং হেলিকপ্টার দেখতে ভিড় করেন তালুকদার বাজারে।
ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম সিঙ্গাপুর ম্যানেজমেন্ট কোম্পানিতে কর্মরত আছেন। তার বাবা উপজেলার বামনা ইউনিয়নের পাতাকাটা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আলতাফ হোসেন হাওলাদার।
আলতাফ হাওলাদার জানান, তার দুই ছেলের মধ্যে রাকিবুল ইসলাম ছোট। দেড় বছর আগে পটুয়াখালীর গলাচিপা গোল খালী গ্রামের আব্দুল কালাম মাস্টারের মেয়ে ডা. তুলি আক্তারের সঙ্গে বিয়ে হয় রাকিবুলের। ছেলে ও ছেলের বউয়ের ইচ্ছায় আজ (সোমবার) বিকেল ৪টার দিকে পুত্রবধূকে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, বিয়ের কথাবার্তা যখন চলছিল তখনই ছেলে ও মেয়ে এই ইচ্ছে পোষণ করেন। অভিভাবক হিসেবে তাদের স্বপ্নটা পূরণ করা হয়েছে।
বর রকিবুল ইসলাম বলেন, হেলিপ্টারে করে বাড়িতে বউ নিয়ে আসার ইচ্ছা ছিল। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো।
ইমরান/ মাসুদ