বছরজুড়ে দেশসেরা রাজশাহী কলেজের কর্মকাণ্ড
এস আলী দূর্জয় || রাইজিংবিডি.কম
ক্যালেন্ডারে পাতা বদলের সঙ্গে মাস আসে মাস যায়, সঙ্গে বছরও আসে-যায়। আর এভাবেই আমাদের মাঝ থেকে বিদায় নেয় এক একটি বছর। অতীতের সব গ্লানি, দুঃখ-কষ্ট আর প্রত্যাশা-প্রাপ্তির টানাপোড়নের পুরোনো বছরকে বিদায় দিতেই নতুন বছরের আগমন। ঘটনাবহুল বিভিন্ন আলোচনা-সমালোচনায় পার হচ্ছে আরেকটি বছর। একইসঙ্গে দেশসেরা রাজশাহী কলেজে ঘটেছে নানান ঘটনা। কলেজের এই ঘটনা নিয়ে সাজানো হয়েছে সালতামামি-২০২২।
কলেজের ২৮ শিক্ষক পদোন্নতি: বছরের শুরুতেই কলেজের বিভিন্ন বিভাগের ২৮ জন শিক্ষক প্রভাষক থেকে পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক পদে দ্বায়িত্ব পালন শুরু করেন।
মানসিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন: বছরের প্রথম দিনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার মধ্যে দিয়ে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার লক্ষ্যে মানসিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হয়।
শারীরিক ও মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা: ‘এনহেন্সিং অ্যাওয়ারনেস অব হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং অ্যামং স্টুডেন্টস অব রাজশাহী কলেজ, রাজশাহী’ প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের শারীরিক ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা আয়োজিত হয়। এতে কলেজের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের ৬টি গ্রুপে ছয় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ: রাজশাহীর গোদাগাড়ির চৈতন্যপুর, কান্তবাসা, ইউদোলপুর, বর্ষাপাড়, নিমঘটু, ডাংপাড়া, নবাইগড়তলা, ডহলডাংগী, পাথরঘাটা ও চুড়বুপাড়া গ্রামের ৩০০ দুস্থ ও অসহায় শীতার্তদের শীত নিবারণের জন্য শীতবস্ত্র বিতরণ করে কলেজ প্রশাসন।
‘সুবর্ণ সৃজনে বাংলাদেশ’র মোড়ক উন্মোচন: মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০ বছর উপলক্ষে ‘সুবর্ণ সৃজনে বাংলাদেশ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে উপজীব্য করে প্রকাশ করা হয় এই ম্যাগাজিন।
সায়েন্স ফেস্ট: রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে দুই দিনব্যাপী ‘৫ম রাজশাহী কলেজ সায়েন্স ফেস্ট’ অনুষ্ঠিত হয়। বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে বিজ্ঞানের যথাযথ গুরুত্ব আমাদের অনুধাবন করতে এই সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হয়।
সার্ধশতবর্ষে রাজশাহী কলেজ: ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ কিংবা এরশাদ বিরোধী আন্দোলন বাঙালির সব গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষী হয়ে সার্ধশতবর্ষে পদার্পণ করে হিরণ্ময় ঐতিহ্যের আধার এই বিদ্যাপীঠ। প্রমত্তা পদ্মা নদীর তীর ঘেঁষে ১৮৭৩ সালের ১ এপ্রিল রাজশাহী শহরে ‘রাজশাহী কলেজ’ নামে যে শিক্ষাপ্রতিষ্ঠানটির বীজ বপন করা হয়েছিল, তা আজ এক ঐতিহ্যে পরিণত হয়েছে। মাত্র ছয় ছাত্র নিয়ে পথচলা শুরু করে বর্তমানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর পদচারণে মুখর এই কলেজ। ঢাকা ও চট্টগ্রাম কলেজের পরে এটি বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ।
আন্তঃবিশ্ববিদ্যালয় বির্তক প্রতিযোগিতা: রাজশাহী কলেজ মিরোর ডিবেটিং ক্লাবের আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২১টি বিশ্ববিদ্যালয়ের ২৪টি টিমের ৭২ জন শিক্ষার্থী অংশ নেন। ঢাকা ও রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বিচারক হিসেবে থাকেন।
আরসিআরইউ’র ‘সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালা: রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) সহযোগী সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী ‘সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালার অনুষ্ঠিত হয়। বুনিয়াদি প্রশিক্ষণে পত্রিকা-অনলাইন ও টেলিভিশন সাংবাদিকতা, তথ্য সংগ্রহ, রিপোর্ট তৈরি, যোগাযোগ, সাংবাদিকদের নীতি-নৈতিকতা, সংবাদপত্রে ভাষার ব্যবহার, রিপোর্ট লেখার কৌশল, ফটোগ্রাফিসহ সাংবাদিকতার বিভিন্ন বিষয়াদি নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
ইনোভেশন শোকেসিং: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ২৫টি স্টল নিজ নিজ দপ্তরের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরেন। এত রাজশাহী কলেজ প্রথম স্থান অর্জন করে।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বৃক্ষরোপণ: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রাজশাহী কলেজের সাংবাদিক সংগঠন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) উদ্যোগে ও নাবিল গ্রুপের সহয়তায় বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও ফল উৎসব অনুষ্ঠিত হয়।
টানা চতুর্থবার দেশসেরা কলেজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে টানা চতুর্থবারের মতো দেশসেরা হয় রাজশাহী কলেজ। কলেজের শিক্ষার্থীদের ফলাফল, শ্রেণিকক্ষে উপস্থিতি, শিক্ষার পরিবেশ, মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার, ক্রীড়া কার্যক্রম, নিজস্ব ওয়েবসাইট ব্যবহার, সহশিক্ষা কার্যক্রম বাস্তবায়ন, অনুষ্ঠানমালা উদযাপনসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট ৩১টি সূচকে রাজশাহী কলেজ শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। এর আগে ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালেও সেরার মুকুট অর্জন করে ।
ভ্রাম্যমাণ বইমেলা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে কলেজ লাইব্রেরি প্রাঙ্গণে ৬ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা: মহান বিজয় দিবস উপলক্ষে ৩ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে রাজশাহী কলেজ। এসময় কলেজের বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে কলেজ প্রশাসন।
পুনর্মিলনী ও সুবর্ণজয়ন্তী: বছরের শেষ সময়ে রাজশাহী কলেজ রসায়ন ও সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এছাড়াও রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়।
/ফিরোজ/