ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিএনপির দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ২৭ মার্চ ২০২১   আপডেট: ১৮:৫৩, ২৭ মার্চ ২০২১
বিএনপির দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

স্বাধীনতা দিবসে (২৬ মার্চ, শুক্রবার) মোদিবিরোধী বিক্ষোভকালে সংঘর্ষে ‘প্রাণহানি’র অভিযোগ তুলে এর প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, ২৯ মার্চ ঢাকাসহ সব মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ৩০ মার্চ জেলা সদরে বিক্ষোভ মিছিল অথবা সমাবেশ করা হবে।

মির্জা ফখরুল বলেন, ‘গতকাল দেশে যা ঘটেছে, তা ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এসব করছে।’

এর আগে বেলা ৩টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা হয়।

ঢাকা/সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়