ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাগুরায় এলজিইডির সড়ক রক্ষণাবেক্ষণ মাসে সড়ক সংস্কারের উদ্যোগ

মাগুরা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৯, ২ অক্টোবর ২০২০  
মাগুরায় এলজিইডির সড়ক রক্ষণাবেক্ষণ মাসে সড়ক সংস্কারের উদ্যোগ

‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এই স্লোগানকে সামনে রেখে জেলা এলজিইডি অক্টোবর মাসকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস হিসেবে উদযাপন করছে।

তার অংশ হিসেবে বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেলে শহরের মীরপাড়া মোড়ে মাগুরা-বুনাগাতি সড়কে এ কাজের উদ্বোধন কারেন জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম।

এ সময় সিনিয়র সহকারি প্রকৌশলী তাসমিন আক্তার, উপসহকারি প্রকৌশলী বদরুল আহসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এলজিইডির পক্ষ থেকে জানানো হয়, মুজিববর্ষ উপলক্ষে চলতি অর্থ বছরে মাগুরায় ১ হাজার ৪১৪ কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের ৮০০ কিলোমিটার সড়ক সংস্কারের আওতায় আনা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় সড়ক সংস্কারের কাজে অন্যান্য শ্রমিকদের পাশাপাশি ৫১৫ জন মহিলা শ্রমিকসহ ৮ জন সুপারভাইজার নিয়োগ দেয়া হয়েছে।

শাহীন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়