ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রুবেলকে দেখতেই খেলা দেখেছি : হ্যাপি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রুবেলকে দেখতেই খেলা দেখেছি : হ্যাপি

রুবেল ও হ্যাপি

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ আজ আফগানিস্তানের বিপরীতে খেলেছে। বাংলাদেশের জয় হোক- এ আশায় গোটা জাতি টিভি পর্দার দিকে তাকিয়ে ছিল। আমিও ছিলাম। তবে শুধু খেলা দেখতে নয়। আমি দেখছিলাম রুবেলকে। এ কথা বলেছেন চিত্রনায়িকা হ্যাপি।

 

 বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের প্রেমকাহিনি নিয়ে দেশে-বিদেশে চলছে নানা গুঞ্জন। তাই সবারই হয়তো আগ্রহ খেলা নিয়ে চিত্রনায়িকা হ্যাপির মন্তব্য কী?

খেলা শুরুর আগে অনেকেই হ্যাপিকে ফোন করে রুবেলকে জড়িয়ে নানা প্রশ্ন করেন বলে জানা যায়। এ নিয়ে তিনি বিরক্ত। তাই খেলার শুরুতেই তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।

হ্যাপি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন ‘হাত জোড় করে সবাইকে বলছি, বাংলাদেশ হারুক বা জিতুক অথবা স্পেশালি রুবেল উইকেট পেল কি পেল না, খারাপ-ভালো যা-ই হোক, আমাকে কেউ ফেসবুকে বা মোবাইলে জ্বালাবেন না।’  

এদিকে হ্যাপির স্ট্যাটাস নিয়ে কিছু অনলাইন পত্রিকা সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হ্যাপি। এ প্রসঙ্গে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘এ পর্যন্ত আমি খেলা বিষয় কোনো কমেন্টস কাউকে দিইনি। আমাকে না জিজ্ঞেস করেই কিছু সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করেছে।’

আজকের খেলা প্রসঙ্গে হ্যাপি বলেন, ‘সাধারণত আমি ক্রিকেট খেলা দেখি না। আজ শুধু রুবেলকে দেখার জন্যই এ ম্যাচটি দেখছি। আর সব বাংলাদেশির মতো আমিও চাই বাংলাদেশ জিতুক। তার পরও কেন সবাই আমাকে এ বিষয়ে প্রশ্ন করে, আমি বুঝতে পারছি না? আমাদের ব্যক্তিগত কারণে আমি কখনই চাই না বাংলাদেশ হেরে যাক।’




 


রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৫/রাহাত/মারুফ/শান্ত/ফিরোজ/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়