ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘শীঘ্রই দেখা হচ্ছে’, কলকাতার উদ্দেশ্যে লিটন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ৩১ ডিসেম্বর ২০২২  
‘শীঘ্রই দেখা হচ্ছে’, কলকাতার উদ্দেশ্যে লিটন

প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে লিটন দাসকে। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও তার ঠিকানা কলকাতা নাইট রাইডার্স। দুজনকেই কলকাতা দলে ভিড়িয়েছে ভিত্তিমূল্যে। লিটনের জন্য কলকাতাকে দিতে হচ্ছে ৫০ লাখ রুপি। সাকিবের জন্য দেড় কোটি। 

সাকিব কলকাতার পুরোনো মুখ। সাত মৌসুম খেলে দুইবার শিরোপা জিতেছেন। বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ লিটন খেলতে যাচ্ছেন প্রথমবার। শুক্রবার রাতে কলকাতা নাইট রাইডার্স নিজেদের ফেসবুক পেজে ছোট্ট একটি ভিডিও পোস্ট করে, যেখানে লিটন দাস শোনান তার রোমাঞ্চের কথা, ‘এটি আমার প্রথম আইপিএল। আমি তাই কেকেআর পরিবারের অংশ হতে দারুণ রোমাঞ্চিত।’   ইংরেজিতে এইটুকু বলে লিটন পরে বাংলায় বলেন, “খুব শ্রীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। করব, লড়ব, জিতব…।’ 

আরো পড়ুন:

ঢাকায় ভারতের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়। নিলামের পরদিন লিটন ব্যাট হাতে ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। সেদিন আইপিএল নিয়ে নিজের আবেগ লুকিয়েছিলেন। বলেছিলেন, ‘সময় হলে আইপিএল নিয়ে ভাববেন।’ 

অবশ্য সিরিজ শেষে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে লিটন আইপিএল নিয়ে কথা চালিয়ে যাচ্ছেন। কলকাতার সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব উপস্থিতি সাকিব ও লিটনের। কিছুদিন আগে সাকিবকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, অসংখ্য পাজেল দিয়ে সাকিবের ছবি বানানো হয়েছে। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়