সুপার হট সানি (ভিডিও)
মারুফ খান || রাইজিংবিডি.কম
ডিভিডি প্রকাশনা অনুষ্ঠানে সানি লিওন
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিপাশা বসু, শিল্পা শেঠি, পুনম পান্ডের পর এবার সানি লিওন নিয়ে হাজির হলেন তার ফিটনেস ডিভিডি। কিভাবে নিজের ফিটনেসকে ধরে রাখতে পারবেন তা সানি দেখাবেন তার প্রকাশিত ডিভিডিতে।
এটি ভক্তদের জন্য সানি লিওনের প্রথম ফিটনেস ডিভিডি। এ ডিভিডির নাম দেওয়া হয়েছে ‘সুপার হট সানি মর্নিং’।
৪০-৪৫ মিনিটের ভিডিডিতে সানিকে দেখা যাবে মজার সব ব্যায়াম করতে। বলিউডের প্রসিদ্ধ ট্রেনার মিকি মেহতা ডিভিডিতে সানি লিওনকে ট্রেনিং দিয়েছেন। ভিভিডিটির শিরোনামের জন্য একটি গানও সংযোজন করা হয়েছে। গানটির শিরোনাম ‘সানি সানি-দ্য ওয়ার্কআউট সং’।
ডিভিডি সম্পর্কে জানানো হয়েছে, এটি এমনভাবে তৈরি যেন যে কেউ যে কোনো স্থানে ব্যায়ামগুলো করতে পারে।
দেখুন: ‘সানি সানি-দ্য ওয়ার্কআউট সং’ গানটি
রাইজিংবিডি/ঢাকা/১৬ সেপ্টেম্বর ২০১৫/মারুফ/রাশেদ শাওন
রাইজিংবিডি.কম