ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হলি আর্টিজানে হামলা : অর্থ ও অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪২, ২০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হলি আর্টিজানে হামলা : অর্থ ও অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী মো. মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মো. মামুনুর রশিদ মামলার চার্জশিটভুক্ত আসামি। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়।

রোববার সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক মুফতি মাহমুদ খান রাইজিংবিডিকে বলেন, ‘শনিবার গভীর রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে কূটনৈতিক এলাকা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা করে এবং দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে। এ সময় অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের গ্রেনেড হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান নিহত হন। রাতের বিভিন্ন সময় তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জঙ্গিরা।

পরদিন সকালে যৌথ বাহিনী কমান্ডো অভিযান চালায়। এতে ছয় হামলাকারী নিহত হয়। জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে।

একই বছরের ৪ জুলাই নিহত ৫ জঙ্গিসহ অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়।




রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৮/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়