ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

১৯ রানে সাকিবের বিদায়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ২০ জানুয়ারি ২০২১   আপডেট: ১৭:৩৮, ২০ জানুয়ারি ২০২১
১৯ রানে সাকিবের বিদায়

সাকিব আল হাসান (পুরোনো ছবি)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১২৩ রানের লক্ষ্যে নেমেছে বাংলাদেশ। ২৮ ওভারে ৪ উইকেটে তাদের সংগ্রহ ১০৫ রান।

মুশফিকুর রহিম ৯ রানে অপরাজিত আছেন। ব্যাটিংয়ে নেমেছেন মাহমুদউল্লাহ।

সাকিব আল হাসান বেশিক্ষণ ক্রিজে থাকতে ব্যর্থ হলেন। প্রতিপক্ষের স্পিনে মাঠ ছাড়লেন তিনি। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করলেও তার ব্যাট থেকে এসেছে মাত্র ১৯ রান, ৪৩ বল খেলেছেন। ছিল একটি বাউন্ডারি। আকিল হোসেনের বলে বোল্ড হন বাঁহাতি ব্যাটসম্যান।

তামিমের ৬ রানের আক্ষেপ

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে ফিফটির হাতছানি ছিল তামিম ইকবালের সামনে। কিন্তু ব্যর্থ হলেন বাঁহাতি ওপেনার। ৪৪ রান করে প্রতিপক্ষ অধিনায়ক জেসন মোহাম্মদের বলে স্টাম্পিং হয়েছেন তামিম। ৬৯ বলে ৭ চারে সাজানো ছিল তার ইনিংস।

লিটনের পর শান্তর বিদায়

তিন নম্বরে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত ভালো করতে পারেননি। আকিল হোসেনের দ্বিতীয় শিকার হয়েছেন তিনি মাত্র ১ রান করে। মিড উইকেটে তার ক্যাচ নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ।

ওপেনিং জুটির ‘ফিফটি’ হলো না

সহজ লক্ষ্যে তামিম ইকবাল ও লিটন দাশ ভালো শুরু এনে দেন। কিন্তু তারা ৫০ রান তোলার আগেই বিচ্ছিন্ন হয় উদ্বোধনী জুটি। দলীয় ৪৭ রানে আকিল হোসেনের কাছে বোল্ড হন লিটন। ৩৮ বলে দুই চারে ১৪ রান করেন তিনি।

সাকিবের ঘূর্ণিতে ১২২ রানে শেষ উইন্ডিজ

মিরপুর শের-ই-বাংলায় টস জিতে ফিল্ডিং নিয়ে দুর্দান্ত বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান শুরুর ধাক্কা দেন, পরে সাকিব আল হাসানের ঘূর্ণিতে বেসামাল হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তার সঙ্গে অভিষিক্ত হাসান মাহমুদের পেসে নাকাল সফরকারীরা। ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় ১২২ রানে।

নিজের প্রথম তিন ওভারে ওপেনার সুনীল অ্যামব্রিস ও জশুয়া ডা সিলভাকে ফেরান মোস্তাফিজ। দলীয় ৫৬ রানের মধ্যে সাকিবের শিকার আন্দ্রে ম্যাকক্যার্থি, অধিনায়ক জেসন মোহাম্মদ ও এনক্রুমাহ বোনার।

পাঁচ ব্যাটসম্যানের পতনের পর প্রতিরোধ গড়েন কাইল মায়ার্স ও রোভম্যান পাওয়েল। ৫৯ রানের জুটি গড়েন তারা। ২৮ রানে রোভম্যানকে ফিরিয়ে প্রথম আন্তর্জাতিক উইকেট পান হাসান। পরের বলে রেমন রেইফারকে ফিরিয়ে প্রথম ওয়ানডেতেই হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন তিনি। আলজারি জোসেফ তার বল ঠেকিয়ে হ্যাটট্রিক বঞ্চিত করেন।

অবশ্য পরের তিন ওভারে শেষ ৩ ব্যাটসম্যান বিদায় নেন। মেহেদী হাসান মিরাজ ইনিংস সেরা ব্যাটসম্যান মায়ার্সকে ৪০ রানে লিটন দাসের ক্যাচ বানান। আকিল হাসানকে বিদায় করে তৃতীয় উইকেট পান হাসান। আর সাকিবের চতুর্থ শিকার হয়ে শেষ ব্যাটসম্যান আলজারি বিদায় নেন।

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব ৭.২ ওভারে ২ মেডেনসহ ৮ রান দিয়ে নেন ৪ উইকেট। অভিষেক ওয়ানডেতে হাসান নেন ৩ উইকেট। দুটি পান মোস্তাফিজ।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়