ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাড়ছে শিশু চুরি, সচেতন হতে বললেন গোয়েন্দা কর্মকর্তা 

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ২৮ মার্চ ২০২৪  
বাড়ছে শিশু চুরি, সচেতন হতে বললেন গোয়েন্দা কর্মকর্তা 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেছেন, রাজধানীতে শিশু অপহরণ বেড়েছে। বোরকা পড়ে, পরিচয় গোপন রেখে শিশু চুরি করা হচ্ছে। তাই এ ব্যাপারে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। এ সময় তিনি সন্তান দত্তক নেওয়ার আগে ভালোভাবে খোঁজ নেওয়ার কথা বলেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মিন্টু রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিবি প্রধান বলেন, অপহরণের সাত দিন পর গত বুধবার আড়াই বছরের শিশু তাওসিনকে উদ্ধার করা হয়। এ সময় চোরদলের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। ২১ মার্চ বিকেলে রাজধানীর হাজারীবাগের ভাড়া বাসার সামনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল তাওসিন। হঠাৎ অপরিচিত এক নারী চকলেটের লোভ দেখিয়ে তাওসিনকে দোকানে নিয়ে যায়। খেলার সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই বোরকা পরিহিতা ওই নারী তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার পরিবার থানায় লিখিত অভিযোগ করলে তদন্ত করে শিশুটিকে উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, শিশু সন্তানদের ক্ষেত্রে বাবা-মাকে আরো সচেতন হতে হবে। তারা কার সঙ্গে খেলছে, স্কুলের সহপাঠীর সঙ্গে, না অন্য অপরাধী চক্রের নজর আছে কিনা খেয়াল রাখতে হবে। 

 

মাকসুদ// 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়