ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে গর্ভবতী নারী নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৪ জুন ২০২৫  
চকরিয়ায় বন্যহাতির আক্রমণে গর্ভবতী নারী নিহত

প্রতীকী চিত্র

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে ইসমত আরা বেগম (৩৫) নামে একজন গর্ভবতী নারী নিহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) রাতে চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইসমত আরা বেগম একই এলাকার মো. আলমগীরের স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতে একদল বন্যহাতি শাবকসহ ছাইরাখালী এলাকায় প্রবেশ করে। এ সময় ইসমত আরার পালিত কুকুর হাতি শাবককে ধাওয়া করলে এক প্রাপ্তবয়স্ক হাতি ক্ষিপ্ত হয়ে ঘরের চালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। হাতিটি শুঁড়ে নিয়ে ইসমত আরাকে আছাড় দিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। 

এ সময় ঘরে ইসমত আরার চার শিশু সন্তান থাকলেও তারা অক্ষত থাকে। ঘটনার সময় নিহতের স্বামী বাড়ির বাইরে ছিলেন।

ফাঁশিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন জানান, ঘটনাস্থলটি রিজার্ভ বনের ভিতরে হাতির বিচরণক্ষেত্রে অবস্থিত। নিহত নারী ওই এলাকাতে ঝুপড়ি ঘর করে বসবাস করতেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ‘‘বন্যহাতির আক্রমণে নিহত গর্ভবতী নারীর পরিবারের পাশে প্রশাসন রয়েছে। তাদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।’’

ঢাকা/তারেকুর/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়