ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিবন্ধন ও প্রতীক পাওয়ায় মিরপুরে এনসিপির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ৭ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:১২, ৭ নভেম্বর ২০২৫
নিবন্ধন ও প্রতীক পাওয়ায় মিরপুরে এনসিপির আনন্দ মিছিল

রাজধানীর মিরপুর-১ নম্বর শুক্রবার বিকালে ঢাকা মহানগর উত্তরের আয়োজনে আনন্দ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি।

নির্বাচন কমিশন থেকে দলের নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৭ নভেম্বর) বিকালে ঢাকা মহানগর উত্তরের আয়োজনে রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জার্মান-বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দিয়ে মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড ঘুরে সরকারি বাংলা কলেজের সামনে এসে শেষ হয়।

আরো পড়ুন:

আনন্দ মিছিলে নেতাকর্মীদের ‘শাপলা, শাপলা’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা, ঢাকা’, ‘এনসিপির মার্কা; শাপলা, শাপলা’ স্লোগান দিতে শোনা যায়।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, “আমাদের দল নির্বাচন কমিশন থেকে নিবন্ধন ও শাপলা কলি প্রতীক পেয়েছে। সেই খুশিতে ঢাকা মহানগর উত্তর জোনের আয়োজনে আজকের এই আনন্দ মিছিল।”

তিনি আরো বলেন, “ঢাকার বিভিন্ন আসনে শিগগিরই আমাদের প্রার্থি ঘোষণা করা হবে। এর মাধ্যমে এনসিপির মার্কা ও প্রার্থীরা এলাকার জনগণের মধ্যে পরিচিতি পাবেন।”

ঢাকা/রাসেল/রায়হান

সর্বশেষ

পাঠকপ্রিয়