ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব: হাসনাত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ১৫ ডিসেম্বর ২০২৫  
সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভারতের কড়া সমালোচনা করে বলেছেন, “যারা আমার দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকার, বাংলাদেশের সন্তানদের বিশ্বাস করে না, তাদেরই আশ্রয়, ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছেন; আমরাও বলে দিচ্ছি, আপনাদের থেকে যারা স্বাধীনতা চায় তাদেরও আশ্রয় দিয়ে সেই সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব।”

সোমবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ দেওয়া বক্তব্য্যে তিনি এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

আরো পড়ুন:

এসময় তিনি বলেন, “যারা এখনো দিল্লির তাবেদারি করছে, তাদের বলছি- আপনাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করবো।”

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্দেশ করে হাসানাত বলেন, “আমাদের সমাজে এখনো কিছু মানুষ আছে, যারা বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে শিক্ষকরা আছে; তাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে।”

রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, “যারা শহীদ মিনারে অংশগ্রহণ করে নাই; তাদের বলছি- ক্ষমতার লোভে অন্ধ হইয়েন না। আর যারা এসেছেন, তারা এখানে এসে একটা বক্তব্য দিয়ে আবার সিট নিয়ে নেগোসিয়েশন করবেন- এভাবে জাতীয় ঐক্য হবে না।”

নির্বাচন কমিশনারের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, “আপনার-আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবল একটি সংখ্যা। এই মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে যেন এমন ঘটনা ঘটে, তার অপেক্ষায় আছি আমরা। এক ইলেকশন কমিশনার গেলে হাজারটা ইলেকশন কমিশনার পাওয়া যাবে। কিন্তু আমাদের ভাই হাদি চলে গেলে আর কোনো হাদিকে পাওয়া যাবে না।”

ঢাকা/রায়হান/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়