ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ট্রাম্পের ওয়েবসাইটে হ্যাকারদের হামলা!

ছাবেদ সাথী, নিউইয়র্ক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ২৮ অক্টোবর ২০২০  
ট্রাম্পের ওয়েবসাইটে হ্যাকারদের হামলা!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার ওয়েবসাইটে হ্যাকাররা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ট্রাম্পের প্রচার শিবির থেকে জানানো হয়েছে, মঙ্গলবার তাদের অফিশিয়াল ওয়েবসাইটে হ্যাকাররা হামলা চালায় এবং তা বিকল করে দেয়। কোন সূত্র থেকে এ কাজ করা হয়েছে তা তদন্তে আইন প্রয়োগকারীদের সঙ্গে তারা কাজ করছে।

ইমেইলে দেয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে, সাইবার হামলা হলেও এতে স্পর্শকাতর কোনো ডাটা প্রকাশ হয়নি। কারণ, এসব বিষয় তাদের সাইটে রাখা হয় না।

যদিও এমন অভিযোগের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এফবিআই।

এদিকে মঙ্গলবার সারাদিনই ট্রাম্পের ওয়েবসাইট পূর্ণাঙ্গ সচল দেখা যায়। তবে অনলাইনে বেশ কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, অল্প সময়ের জন্য ওই সাইট বিকল ছিল। সেখানে কিছু ভুয়া বার্তা দেখা যায়। এই বার্তায় ট্রাম্পের পরিবার এবং সহযোগীদের আভ্যন্তরীণ ও গোপন কথোপকথন জানিয়ে দেওয়ার বিনিময়ে ভিজিটরদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি দাবি করা হয়। তবে হ্যাকাররা কোনো তথ্যপ্রমাণ রেখে যায়নি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়