ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

মালয়েশিয়ায় আবারও করোনায় আক্রান্তের রেকর্ড 

মালয়েশিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪৮, ১৪ জানুয়ারি ২০২১   আপডেট: ০৮:২৩, ১৫ জানুয়ারি ২০২১
মালয়েশিয়ায় আবারও করোনায় আক্রান্তের রেকর্ড 

মালয়েশিয়ায় একদিনে সর্বোচ্চ ৩ হাজার ৩৩৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ১৫ জন। নিয়মিত ব্রিফিং-এ এ তথ্য জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি দাতু হিশাম আব্দুল্ল। গেলো বছর থেকে করোনা সংক্রমণের পর থেকে একদিনে আক্রান্তের হিসাবে এটিই সর্বোচ্চ।

আক্রান্তদের মধ্যে ৭ জন অন্য দেশ থেকে এসেছেন। বাকিরা মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের। সবচেয়ে বেশি ১ হাজার ৫৭ জন কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছে সেলানগড় প্রদেশে।

প্রথম দফা করোনা সংক্রমণ ভালোভাবে ভালোভাবে সামাল দিলেও দ্বিতীয় ও তৃতীয় দফা করোনা সংক্রমণ মোকাবেলায় বেশ হিমশিম খাচ্ছে মালয়েশিয়া। প্রতিদিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা। করোনা সংক্রমণ মোকাবিলায় ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটি, চলছে ২ সপ্তাহের এমসিও।

আজকের সংক্রমণসহ মোট সংক্রমণের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৮৫৫ জন, এর মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ১৩ হাজার ২৮৮ জন, চিকিৎসাধীন আছেন ৩৩ হাজার ৯৮৯ জন। আইসিইউতে আছেন ১৯৫ জন। যার মধ্যে ৮৬ জনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়