ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধতা নেওয়ার মেয়াদ বাড়ল

এস. এ সৌরভ, মালয়েশিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ১০ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৬:২৬, ১৪ জানুয়ারি ২০২৩
মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধতা নেওয়ার মেয়াদ বাড়ল

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের পুনরায় বৈধকরণ কর্মসূচি এ বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

গত বছরের ৩১ ডিসেম্বর এ কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, মন্ত্রিসভার বৈঠকে এ কর্মসূচি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) পেরদানা পুত্রায় সংবাদ সম্মেলনে সাইফুদ্দিন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা দেখেছি যে, এই কর্মসূচি দেশের প্রয়োজন মেটাতে পারে।’

ক্যালিব্রেশন প্রোগ্রামে গত বছর ৪ লাখ ১৮ হাজারেরও বেশি কর্মী নিবন্ধন করেছিলেন। এ প্রোগ্রামের অধীনে, নিয়োগকর্তাদের মধ্যে যারা যথাযথ ডকুমেন্টেশন ছাড়াই বিদেশি কর্মী নিয়োগ করছেন, তাদের কর্মীদের বৈধ করার জন্য একটি ফি দিতে হবে।
সাইফুদ্দিনের মতে, বিদেশি কর্মীদের পুনঃবৈধকরণ কর্মসূচির ফলে সরকারের ৭০০ মিলিয়নের বেশি রিঙ্গিত আয় হয়েছে।

তিনি বলেন, বিদেশি কর্মীদের নিয়োগের পুনঃবৈধকরণ কর্মসূচি অবিলম্বে কার্যকর করা হবে। এতে মালয়েশিয়ায় বিদেশি গৃহকর্মীরাও অন্তর্ভুক্ত হবেন। যে গৃহকর্মীরা এখনও কর্মরত আছেন এবং অতিরিক্ত অবস্থান করছেন, তাদের নিয়োগকর্তাদের কম্পাউন্ড দিতে হবে। তার পরে আমরা তাদের কাজের পারমিট বাড়িয়ে দেবো।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়