ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমিরাতে ২৮ ঘণ্টা এনআইডি সেবা পাবেন না প্রবাসী বাংলাদেশিরা 

মুহাম্মদ শাহ জাহান, ইউএই || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ২০ সেপ্টেম্বর ২০২৩  
আমিরাতে ২৮ ঘণ্টা এনআইডি সেবা পাবেন না প্রবাসী বাংলাদেশিরা 

ফাইল ফটো

সার্ভার রক্ষণাবেক্ষণের প্রয়োজনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সব সেবা বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তাই, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দুটো মিশনেও এ সময় এনআইডি সেবা সাময়িক বন্ধ থাকবে।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্ভার রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকায় এনআইডি সংক্রান্ত সব সেবা ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

গত তিন মাসে দেশটিতে এনআইডির জন্য আবেদন করেছেন প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশি। তবে, সাময়িক বন্ধের কারণে খুব প্রভাব পড়বে না বলে দাবি করেছে দূতাবাস।
 

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়