ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমিরাতে হোমনা-মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩  
আমিরাতে হোমনা-মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত কুমিল্লা জেলার হোমনা-মেঘনা প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন হোমনা-মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি দেশটির আজমান প্রদেশে সাংগঠনিক এক কর্মসূচির মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মো. নাজিরুল হক ভূঁইয়াকে সভাপতি ও শিকদার মো. শাফায়েত উল্লাহকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক শিকদার মো. শাফায়েত উল্লাহ জানান, হোমনা-মেঘনা প্রবাসীদের বিদেশে ঐক্যবদ্ধ রাখতে এই সংগঠন কাজ করছে। নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. নাজিরুল হক ভূঁইয়া বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে এটি যাত্রা করে। এই সংগঠন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম-অধিকারের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। মূলত হোমনা-মেঘনা প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

এর আগে আজমান স্পাইস হাউসে নতুন কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভায় সংগঠনের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়