ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালদ্বীপ থেকে টানা চতুর্থবার সিআইপি নির্বাচিত সোহেল রানা

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১ ডিসেম্বর ২০২৩  
মালদ্বীপ থেকে টানা চতুর্থবার সিআইপি নির্বাচিত সোহেল রানা

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২১ সালের জন্য ৮৫ জন অনিবাসী বাংলাদেশিকে সিআইপি (কমার্শিয়ালি ইম্পরট্যান্ট পারসন-বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত করেছে সরকার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ২০২১ সালের জন্য তিনটি আলাদা ক্যাটাগরিতে সারাবিশ্বে থেকে নির্বাচিত ৮৫ জন এনআরবি সিআইপির তালিকা প্রকাশ করে। গত বুধবার এই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

নির্বাচিত এই ৮৫ জনের মধ্যে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সোহেল রানাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে অনিবাসী বাংলাদেশি বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) ২০২২ নির্বাচিত হয়েছে। তিনি মালদ্বীপ থেকে পরপর চার বার সিআইপি হয়েছে।  

সিআইপি সোহেল রানা রাইজিংবিডিকে বলেন, এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রবাসীক ল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের  হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম, মিশনের কাউন্সিল শ্রম সোহেল পারভেজসহ দূতালয়ের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে টানা ৪র্থ বার সিআইপি মনোনীত হয়েছেন মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ী গ্লোবাল রিচ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আলহাজ সোহেল রানা।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়