ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালয়েশিয়ার মিনি ঢাকায় ‘রেস্টুরেন্ট মনির ভাই’ উদ্বোধন

এস. এ সৌরভ, মালয়েশিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ৮ এপ্রিল ২০২৪  
মালয়েশিয়ার মিনি ঢাকায় ‘রেস্টুরেন্ট মনির ভাই’ উদ্বোধন

মালয়েশিয়ার মিনি ঢাকা খ্যাত কতোরায়ায় ‘রেস্টুরেন্ট মনির ভাই’ নামে নতুন রেস্টুরেন্ট চালু করেছেন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মনির বিন আমজাদ।

রোববার (৭ এপ্রিল) বিকেলে ফিতা কেটে রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়। এরপর শতাধিক প্রবাসী ও কমিউনিটির নেতাদের নিয়ে একসঙ্গে ইফতার করেন মনির বিন আমজাদ।

এ সময় তিনি বলেন, মিনি ঢাকা খ্যাত কতোরায়ায় মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিরা আসেন কেনাকাটা করতে। পেটে ক্ষুধা থাকলেও দামের কারণে অনেক সময় প্রবাসীদের সিঙ্গারা-সমুচা খেয়ে থাকতে হয়। তাদের কথা চিন্তা করেই কম দামে দেশীয় খাবারের স্বাদ দিতে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে রেস্টুরেন্ট চালু করেছি।

এ সময় কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দাতো শ্রী কামরুজ্জামান কামাল, বি-বাড়িয়া জেলা অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সরকার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়ার সভাপতি বিএম বাবুল হাসান, মো. মনিরুজ্জামান মনির, আনিসুর রহমান, মওদুদ মোল্লাসহ অনেকে।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়