ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালদ্বীপকে ক্রীড়াসামগ্রী উপহার দিলো বাংলাদেশ

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ১২ জুলাই ২০২৪  
মালদ্বীপকে ক্রীড়াসামগ্রী উপহার দিলো বাংলাদেশ

মালদ্বীপ-বাংলাদেশের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ও মালদ্বীপের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে প্রদান করেছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (১১ জুলাই) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের স্পোর্টস ফিটনেস অ্যান্ড রিক্রিয়েশন মিনিস্ট্রিতে ক্রীড়া সামগ্রী (ফুটবল, ভলিবল, ফুটসাল বল ও বিপস) হস্তান্তর করেন। 

এক অনাড়ম্বর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী আহমেদ রিয়াজ উক্ত ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন। তিনি  হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং প্রাপ্ত ক্রীড়া সামগ্রীসমূহ মালদ্বীপের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে জানান। 

হাইকমিশনার সকল ক্ষেত্রে মালদ্বীপের সাথে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও মিশনের কাউন্সেল সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

/টিপু/

সর্বশেষ

পাঠকপ্রিয়