ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়েতে মহান বিজয় দিবস উদযাপিত

আ হ জুবেদ, কুয়েত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ১৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:০০, ১৬ ডিসেম্বর ২০২৪
কুয়েতে মহান বিজয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে দিনের কার্যক্রম শুরু হয়। 

দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে পতাকা উত্তোলন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন।

কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। 

বাণী পাঠ করেন যথাক্রমে, কুয়েতে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা রাকিবুল করিম চৌধুরী, মিনিস্টার শ্রম আবুল হোসেন, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রবাসীরা।

আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্সেলর মো. ইকবাল আখতার, সোনালী ব্যাংক প্রতিনিধি লুতফর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দীকিসহ দূতাবাসের সকল সদস্য এবং উল্লেখযোগ্য প্রবাসী ও সাংবাদিকরা।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়