ঢাকা     সোমবার   ২০ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৬ ১৪৩১

কুয়েতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

আ হ জুবেদ, কুয়েত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ২৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:৩৩, ২৮ ডিসেম্বর ২০২৪
কুয়েতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

মাদকাসক্ত বা মাদক সেবনের অপরাধে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী ১২ থেকে ১৫ জন প্রবাসীকে তাদের নিজ দেশে পাঠিয়ে দেয়, এর মধ্যে ৬ জনই ছিলেন "প্রিসাইড’ কোম্পানির প্রবাসী বাংলাদেশি শ্রমিক।

‘আমরা কজন কুয়েত প্রবাসী’ সোশ্যাল প্ল্যাটফর্ম আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচের খেলা শেষে এসব কথা বলেন আয়োজকদের প্রধান উপদেষ্টা, স্থানীয় প্রিসাইড কোম্পানির প্রজেক্ট ম্যানেজার মনিরুজ্জামান রজু।

তিনি বলেন, ‘‘আমাদের স্লোগান হচ্ছে-মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি’’।

‘‘বিভিন্ন অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ড থেকে তরুণ প্রবাসীদের দূরে রাখার লক্ষ্যেই আমাদের এই আয়োজন,’’ যোগ করেন মনিরুজ্জামান রজু।

শুক্রবার (২৭ ডিসেম্বর) কুয়েতের ফাহাহিল এলাকার একটি ফুটবল মাঠে আমিরি হসপিটাল ইলেভেন ষ্টার বনাম মোবারক একাদশ এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে  ২-০ গোলে জয় পায় মোবারক একাদশ।

আয়োজকদের প্রধান উপদেষ্টা বলেন, ‘‘খেলাধুলায় হার-জিত থাকবেই। যারা শিরোপা জিতেছে তাদের অভিনন্দন এবং যারা রানার্সআপ হয়েছে তাদের জন্য শুভকামনা।’’ 

তিনি বলেন, ‘‘এ ধরনের ক্রীড়া আয়োজন প্রবাসীদের বিনোদন দেওয়ার পাশাপাশি সুস্থ সুন্দর জীবন গঠনেও বড় ভূমিকা রাখবে।”

‘আমরা কজন কুয়েত প্রবাসী’ সোশ্যাল প্ল্যাটফর্ম এর উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামী লীগ সভাপতি হোসেন মোহাম্মদ আজিজ, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটো, কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, কুয়েত বিএনপি নেতা আখতারুজ্জামান, প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ফরিদ উদ্দিন,প্রবাসী সংগঠক কামাল খান প্রমুখ। 

এছাড়া স্থানীয় বিভিন্ন কোম্পানিতে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক, ক্রীড়াবিদ, সাংবাদিকসহ বাংলাদেশি কমিউনিটির নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়