ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আ হ জুবেদ, কুয়েত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ২১ ফেব্রুয়ারি ২০২৫  
কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মধ্যপ্রাচ্যের এ দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ও বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে দিবসটি পালিত হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যদিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আনুষ্ঠানিক কার্যক্রম।

এরপর দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ সময় তার সঙ্গে যোগ দেন দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও বাংলাদেশি কমিউনিটির নেতারা।

এরপর দূতাবাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় সভা। সভায় রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে এবং কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় ভাষা দিবস উপলক্ষে দেওয়া প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শুনান মিনিস্টার শ্রম আবুল হোসেন ও ভিসা-পাসপোর্ট বিভাগের কাউন্সেলর ইকবাল আকতার।

অনুষ্ঠানে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

ঢাকা/হাসান/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়