ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুবাইর বাংলাদেশ কনস্যুলেটে ব্যতিক্রমী বহুভাষী সাংস্কৃতিক অনুষ্ঠান

মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১১:৫২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
দুবাইর বাংলাদেশ কনস্যুলেটে ব্যতিক্রমী বহুভাষী সাংস্কৃতিক অনুষ্ঠান

দুবাইর বাংলাদেশ কনস্যুলেটে ব্যাতিক্রমী বহুভাষী সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব মঞ্চে বাংলা ভাষা ও সংস্কৃতি তুলে ধরতে দুবাইর বাংলাদেশ কনস্যুলেটে ব্যতিক্রমী বহুভাষী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ৫টি দেশের কনস্যুলেট অংশগ্রহণ করে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গণে বাংলা ভাষার পাশাপাশি মিসর, ইন্দোনেশিয়া, ফিলিপিনো,দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা কনস্যুলেট তাদের মাতৃভাষার গান, কবিতা, নৃত্য এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

দুবাইর বাংলাদেশ কনস্যুলেটে ব্যতিক্রমী বহুভাষী সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশের কনস্যুলেট জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান বলেন, “বাংলা ভাষাকে বিশ্ব দরবারে আরও প্রসারিত করতে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি কূটনীতিক সম্পর্ক বাড়বে। এই অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের জন্য মাতৃভাষা এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশেরও একটি সুযোগ করে দিয়েছে।”

সাধারণ প্রবাসীরা বলছেন, ব্যক্তিকেন্দ্রিক ও দলীয়করণের বাইরে গিয়ে বহুদিন পর কনস্যুলেটে দেশ ও দেশের সংস্কৃতি তুলে ধরাকে ইতিবাচক হিসেবে দেখছেন।

প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের উপস্থিতিও লক্ষ্য করা যায়৷ তারা বলছেন, বিদেশে পড়ালেখা করলেও দেশীয় ভাষা ও সংস্কৃতি চর্চা করতে তারা ভালোবাসেন৷

ঢাকা/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়