ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়েতে আ.লীগের আলোচনা সভা অনুষ্ঠিত 

আ হ জুবেদ, কুয়েত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ৮ মার্চ ২০২৫  
কুয়েতে আ.লীগের আলোচনা সভা অনুষ্ঠিত 

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুয়েত আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৭ মার্চ) কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে আওয়ামী লীগ কুয়েত শাখার জ্যেষ্ঠ নেতা হোসেন মোহাম্মদ আজিজের সভাপতিত্বে ও শাহ নেওয়াজ নজরুলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন।

এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সিকান্দার আলী, ফয়েজ কামাল, মোহাম্মদ হানিফ, মনিরুজ্জামান রজু, বাবুল দাস, মো. লোকমান, কামাল আহমেদ, কুয়েত স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলা উদ্দিন আলা, কুয়েত যুবলীগ নেতা তৌহিদুল আলম চৌধুরীসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা ৭ মার্চ এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন এবং নানা কারণে বর্তমানে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে ড. মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনাও করেন বক্তারা।

ঢাকা/হাসান/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়