ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালদ্বীপে ৫০ অভিবাসী আটক

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ২৫ এপ্রিল ২০২৫   আপডেট: ০৯:৪৬, ২৫ এপ্রিল ২০২৫
মালদ্বীপে ৫০ অভিবাসী আটক

মালদ্বীপের ধুভাফারু আইল্যান্ডে আটক অবৈধ প্রবাসী শ্রমিক

মালদ্বীপের ধুভাফারু আইল্যান্ডে অভিযান পরিচালনা করে ৫০ জনেরও বেশি অবৈধ প্রবাসী শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ধুভাফারুর যৌথ টাস্কফোর্স এই বিশেষ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল)  এক বিবৃতিতে ইমিগ্রেশন জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত  পুলিশের সহযোগিতায় ধুভাফারুতে বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন ১০০ জন প্রবাসী শ্রমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে মোট ৫১ জন প্রবাসীকে আটক করা হয়।  

ইমিগ্রেশন কর্তৃপক্ষ অভিযানে আটককৃতদের জাতীয়তা প্রকাশ করেনি।

ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়েছে, হুরায় অবৈধভাবে বসবাসকারী আটক ৫১ প্রবাসীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মালদ্বীপে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ২০২৩ সালে অভিযান শুরু হয়। এখন পর্যন্ত ৬ হাজারের বেশি প্রবাসীকে মালদ্বীপ থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালদ্বীপের রাজধানীতে চলমান অভিযান থেকে বাঁচতে অনেক অবৈধ প্রবাসী আইল্যান্ডগুলোতে চলে যায়। এরপর থেকেই আইল্যান্ডগুলোতে অভিযান জোরদার করে ইমিগ্রেশন বিভাগ।

মালদ্বীপে সমস্ত প্রবাসীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহের জন্য একটি প্রোগ্রাম চলমান। গত ১৯ মার্চ মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত এক লাখ অভিবাসীর বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয়েছে।

ঢাকা/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়