RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৭ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৩ ১৪২৭ ||  ১০ রবিউস সানি ১৪৪২

বরগুনায় সিডর দিবস পালিত

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরগুনায় সিডর দিবস পালিত

২০০৭ সালের ১৫ নভেম্বর প্রবল শক্তি নিয়ে উপকূলে আঘাত হেনেছিল সুপার সাইক্লোন সিডর। সিডরের আঘাতে উপকূলে মারা যায় পাঁচ হাজারের বেশি মানুষ। দিবসটি স্মরণে শুক্রবার শোক র‌্যালি করেছে বরগুনা জেলা প্রশাসক ও প্রেসক্লাব।

সকাল ৯ টায় বরগুনা প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বিশেষ অতিথি  ছিলেন মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব মৃধা, প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান।

বেলা ১১ টায় সিডরে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

 

বরগুনা/রুদ্র রুহান/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়