ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিস্ফোরণে নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা দেয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৪, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিস্ফোরণে নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা দেয়ার ঘোষণা

চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণে নিহতের ঘটনায় প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা দেবার ঘোষণা দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল।

রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটার ব্রিকফিল্ড এলাকায় বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এসময় সাতজন নিহত হন। 

নিহতরা হলেন-ফারজানা (৩২) ও তার ছেলে আতিকুর রহমান (১০), সাদিয়া সুলতানা, প্রসান্ত, নুরল ইসলাম, অ‌্যানি বড়ুয়া। এদের মধ‌্যে ফারজানা তার ছেলে আতিকুরকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। নিহত আরেক জনের পরিচয় এখনো জানা যায়নি।

মন্ত্রীর ছোটভাই সালেহীন রাইজিংবিডিকে নিশ্চিত করে জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে লাশ পরিবহনের ও দাফনের খরচ বাবদ ১০ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল। শিগগিরি তাদের এই অর্থ দেয়া হবে।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ