ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু

জয়পুরহাটে চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের নতুনহাট সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুনিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুস সাত্তার মণ্ডল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা চালকল মালিক সমিতির সভাপতি লায়েক আলী, কৃষক প্রতিনিধি আতাউর রহমান প্রমুখ।

এবার সরকারিভাবে জেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি কেজি দরে মোট ৮ হাজার ১৫ মেট্রিক টন ধান কেনা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ধান সংগ্রহ চলবে। এতে অবশিষ্ট ধানের খোলাবাজার মূল্য সহনশীল থাকবে বলে আশা করছে জেলা খাদ্য বিভাগ।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৬ লাখ মেট্রিক টন। বর্তমানে খোলা বাজারে প্রতি মণ মোটা ধান ৬২০ থেকে ৬৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর চিকন ধানের দাম ৬৭০ থেকে  ৬৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।


জয়পুরহাট/শামীম কাদির/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়