Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ জুলাই ২০২১ ||  শ্রাবণ ৯ ১৪২৮ ||  ১২ জিলহজ ১৪৪২

ইঁদুর মারার ফাঁদে গেল কৃষকের প্রাণ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইঁদুর মারার ফাঁদে গেল কৃষকের প্রাণ

গোপালগঞ্জে ধানের খেতে থাকা ইঁদুর মারার বৈদ‌্যুতিক ফাঁদে পড়ে মোশাহাক সিকদার (৫৫) নামের এক কৃষক মারা গেছেন।

মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোশাহাক সিকদার সোনাকুড় পূর্বপাড়া এলাকার সলেমান সিকদারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে কাজের জন্য নিজের জমিতে যাচ্ছিলেন মোশাহাক সিকদার। এ সময় পার্শ্ববর্তী ওসিকুর সিকদারের ইরি ধানের জমিতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

দুপুরে স্থানীয়রা মোশাহাক সিকদারকে জমিতে পড়ে থাকতে দেখেন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।


গোপালগঞ্জ/বাদল সাহা/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়