ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আলোকসজ্জায় প্লাস্টিকের বোতলের ঘর-টাওয়ার!

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১০, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলোকসজ্জায় প্লাস্টিকের বোতলের ঘর-টাওয়ার!

মুজিব বর্ষ উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। এরমধ্যে বিশেষ গুরুত্ব পেয়েছে আলোকসজ্জা।

এসব আলোকসজ্জায় ব্যবহৃত প্লাস্টিকের বোতলের ঘর-টাওয়ার স্থানীয়ভাবে চমক সৃষ্টি করেছে। একেবারেই পাল্টে গেছে প্রশাসনিক এলাকা কোর্ট বাগান। চারিদিকে ছিমছাম পরিবেশ। পরিষ্কার-পরিছন্ন। আম গাছে ছোট ছোট লাল-নীল বাতি লাগানোর ফলে রাতে পুরো বাগান আলোকিত হয়ে থাকে। মনোরম এ দৃশ্য দেখতে প্রতিদিন জেলার মানুষ আসছে এখানে।

জেলা প্রশাসন কার্যালয়, কোর্ট বাগানের রাস্তার দু’পাশের আম গাছে করা আলোকসজ্জা দেখে মুগ্ধ এখানের মানুষ।
 


জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক জানান, কোর্ট বাগানে বিশেষভাবে প্লাস্টিকের খালি বোতল দিয়ে তৈরি করা হয়েছে ঘর, টাওয়ার। দিনের চেয়ে রাতে আলোকসজ্জার জন্য তা মনোরম পরিবেশে রুপান্তর হচ্ছে। নির্মাণ করা হয়েছে মুজিব মঞ্চ, যেখানে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, ‘বঙ্গবন্ধুর সম্মানে আমাদের উন্নয়ন কার্যক্রম গতিশীল করব, কাজের মান বৃদ্ধি করব।

এছাড়া মুজিববর্ষ উপলক্ষে জেলায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে। ডিসি ও এসপি অফিসের মাঝামাঝি স্থানে স্থাপন করা হয়েছে ডিজিটাল কাউন্টডাউন মেশিন। সেখানে জাতির পিতার বিভিন্ন ছবি প্রদর্শন করা হচ্ছে।



জাহিদ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়