ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মোংলাবন্দর জেটিতে দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য নিহত

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোংলাবন্দর জেটিতে দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য নিহত

মোংলাবন্দরের জেটিতে দুর্ঘটনায় আহত নৌবাহিনীর সদস্য এ্যাভেল সিম্যান এম এইচ এরশাদ মারা গেছেন।

মঙ্গলবার খুলনার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

সোমবার রাতে তিনি ও সৈনিক মামুনুর রশিদ মোটরসাইকেলে চড়ে জেটি দিয়ে যাওয়ার সময় জাহাজ থেকে নামানো গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাদেরকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এরশাদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, সিঙ্গাপুরের পতাকাবাহী বানিজ্যিক জাহাজ এমভি বাইকিং এমারেল্ড থেকে গাড়ি নামানোর কাজ চলাকালে পাশ দিয়ে মটর সাইকেলে যাওয়ার সময় তারা দু’জন আহত হয়েছিলেন। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ এরশাদ মারা গেছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ রাহাতও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


টুটুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়