ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সবাইকে উন্নত চুলা ব্যবহারের আহ্বান

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবাইকে উন্নত চুলা ব্যবহারের আহ্বান

‘সাশ্রয়ী জ্বালানি, সমৃদ্ধ আগামী; উন্নত চুলা, উন্নত জীবন’- প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ২০৩০ সালের মধ্যে শতভাগ ক্লিন কুকিং অর্জনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা হয়েছে।

বুধবার বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘হাউস হোল্ডিং এনার্জি প্লাটফরম প্রোগ্রাম ইন বাংলাদেশ (স্রেডা)’ এর আয়োজনে সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্রেডার প্রকল্প পরিচালক সালিমা জাহান।

সালিমা জাহান বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সব পরিবারকে উন্নত চুলার আওতায় আনা হবে। তবে মুজিববর্ষ সামনে রেখে সব সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাকে লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান তিনি। 

তিনি প্রত্যেক গৃহিণীকে রান্নার জন্য উন্নত চুলা ব্যবহারের অনুরোধ করেন।

জেলা প্রশাসক মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য দেন বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন পুলক দেবনাথ, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোজাফফর আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পারভীন আহমেদ, বন্ধু চুলার প্রতিনিধি মামুন হাওলাদার প্রমুখ।

জেলা প্রশাসক উন্নত চুলা ব্যবহারের উপকারিতা তুলে ধরেন। তিনি বলেন, উন্নত চুলা ব্যবহারে ফলে ধোঁয়ামুক্ত পরিবেশ ও জ্বালানি সাশ্রয়ী হয়। এতে কম সময়ে রান্না হয়; খরচও কম হয়।

জেলার প্রত্যেক পরিবারকে উন্নত চুলা ব্যবহারের আহ্বান জানান জেলা প্রশাসক। 


টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ