ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের সদস্যরা বেনাপোল স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টের স্টাফদের ভারতে প্রবেশ করতে না দেয়ায় মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকালে কর্মচারীরা মালামাল রপ্তানির জন্য কাগজপত্র নিয়ে পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে গেলে হঠাৎ করে বিএসএফের বাধার মুখে পড়ে। যে কারণে মুহূতের্র মধ্যে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

তবে কী কারণে তারা স্টাফদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না তা এখনো জানা যায়নি।

প্রতিদিন ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৪০০ থেকে ৪৫০ ট্রাকে বিভিন্ন পণ্য আমদানি এবং ১৫০ থেকে ২০০ ট্রাকে পণ্য রপ্তানি হয়ে থাকে।

একদিন বাণিজ্য বন্ধ থাকলে কমপক্ষে ১৫ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় সরকার। কাস্টমসের কর্মকর্তরা আমদানি-রপ্তানি চালু করতে ভারতীয় পেট্রাপোল বন্দরের কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বন্দর এলাকায় যানজট দেখা দিয়েছে।


রিটন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়