ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বরগুনা জেলার ৩৭তম জন্মদিন উদযাপন (ভিডিও)

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরগুনা জেলার ৩৭তম জন্মদিন উদযাপন (ভিডিও)

কেক কেটে, আলোচনাসভা ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে বরগুনা জেলার ৩৭তম জন্মদিন উদযাপিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটমূলে এক অনুষ্ঠানে কেক কেটে জন্মদিন উদযাপনের সূচনা করেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

এ সময় বরগুনার পৌর মেয়র শাহাদাত হোসেন, জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীলসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে জেলা ঘোষণায় বিশেষ অবদান রাখায় বরগুনা প্রেসক্লাব ও নাগরিক অধিকার সংরক্ষণ কমিটিকে সম্মাননা স্মারক দেয়া হয়। এরপর জেলার বিশিষ্ট নাগরিকরা মঞ্চে এসে জেলার জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে উদযাপন শেষ হয়।

জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সাংস্কৃতিক সংগঠন  ‘চারুনীড়ম’ ও ‘জাগরণ’ জেলার জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করে।

১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বরগুনায় এক সমাবেশে বরগুনাকে ‘মহাকুমা’ থেকে ‘জেলা’ ঘোষণা করেন।

১৯৮৩ সাল থেকে বরগুনা প্রেসক্লাব ও জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি বরগুনাকে জেলা ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছিল।

 

রুদ্র রুহান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়