ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পুনর্নির্মিত হচ্ছে পাঁচশ বছরের প্রাচীন মন্দির

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩০, ১০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুনর্নির্মিত হচ্ছে পাঁচশ বছরের প্রাচীন মন্দির

আবারও সকাল-সন্ধ্যা পূজারিদের উলুধ্বনি ছড়িয়ে পড়বে। পূজা পার্বণে ঢাকের তালে তালে মুখরিত হবে চারপাশ।

পাঁচশ বছর পর আবারও নতুন রূপে সাজবে কালের বিবর্তণে হারিয়ে যাওয়া বরদেশ্বরী কালী মন্দির।

কুমিল্লা জেলার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল গ্রামে অবস্থিত প্রায় পাঁচশ বছরের প্রাচীন বরদেশ্বরী কালী মন্দিরটি অবশেষে পুনর্নির্মাণ শুরু হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে প্রাচীন এই মন্দিরটির পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, ‘আগামী এক বছরের মধ্যে আধুনিক ডিজাইনে মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।’

এসময় তিনি মন্দির পুনর্নির্মাণ কাজে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন। সেই সঙ্গে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নারায়ন দেবনাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন।

বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ সরকার বিষুর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীকাইল কলেজের সাবেক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য, উপজেলা ‍পূজা উদযাপন কমিটির সভাপতি নিত্যনন্দ রায়, শ্রীকাইল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামসহ আরো অনেকে। 

 

ইমরুল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়