ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টাঙ্গাইলে সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে সভা-সমাবেশ নিষিদ্ধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে টাঙ্গাইলে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।

শনিবার (২১ মার্চ) দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার ওই বিজ্ঞপ্তিতে সভা-সমাবেশের পাশাপাশি জেলার সব হাট, কোচিং সেন্টার, বিনোদন পার্ক, কমিউনিটি সেন্টার, যেকোনো ধরনের পার্টি ও জনবহুল রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে গত ১৫ দিনে দেশে আসা সব প্রবাসীকে নিজবাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। একই সাথে জেলার সব ব্যবসায়ীকে বিনা কারণে দ্রব্যমূল্য না বাড়ানোর অনুরোধ করা হয়েছে। প্রয়োজনের অধিক খাদ্যদ্রব্য কিনে মজুদ না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই গণবিজ্ঞপ্তিতে।


টাঙ্গাইল/সিফাত/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়