ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা সন্দেহে রামেক হাসপাতালের নার্সকে ঢাকায় স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা সন্দেহে রামেক হাসপাতালের নার্সকে ঢাকায় স্থানান্তর

করোনার উপসর্গ থাকায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের একজন নার্সকে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে অ্যাম্বুলেন্সে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক জানান, ঢাকা থেকে বাসে ফেরার সময় ইতালিফেরত এক আত্মীয়ের সহযাত্রী ছিলেন ওই নার্স। রাজশাহী ফিরেই তার জ্বর আসে। এ জন্য তিনি নিজেই করোনা আক্রান্ত সন্দেহে চিকিৎসকদের জানান। এরপর গত ২১ মার্চ ওই নার্সকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে আইসোলেশন ইউনিটে নেওয়া হয়।’ পরে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) যোগাযোগ করার পর ওই নার্সকে রাতে ঢাকায় পাঠানো হয় বলে তিনি জানান।


তানজিমুল/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়