ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ফেনীতে ওয়ালটনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেনীতে ওয়ালটনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় অবস্থায় থাকা নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের ইলেক্ট্রনিক্স জায়ান্ট কোম্পানি ওয়ালটন গ্রুপ।

সোমবার ফেনী শহরের একাডেমি রোডের ওয়ালটন প্লাজার উদ্যোগে বিপুল সংখ্যক নিম্ন আয়ের মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ফেনী ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক সাজেদুল ইসলাম রাইজিংবিডিকে জানান, চলমান পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় রয়েছে বিপুল সংখ্যক দিনমজুর, শ্রমিকসহ বিভিন্ন পেশার নিম্ন আয়ের মানুষ। এই কর্মহীন মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে ওয়ালটন।

সোমবার ফেনী ওয়ালটন প্লাজার উদ্যোগে বিপুল সংখ্যক অসহায় মানুষের হাতে চাল, ডাল, তেল, লবন, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ওয়ালটনের খাবার পেয়ে সাধারণ মানুষ হাসি মুখে বাড়ি ফিরে যেতে দেখা গেছে।

দেশের চলমান পরিস্থিতিতে দরিদ্র মানুষের পাশে থেকে এই কার্যক্রম চলমান থাকবে বলে ওয়ালটনের কর্মকর্তারা জানান।


চট্টগ্রাম/রেজাউল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ