ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নিজেদের রেশন দরিদ্রদের দিলেন না.গঞ্জ কারা কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজেদের রেশন দরিদ্রদের দিলেন না.গঞ্জ কারা কর্মকর্তা-কর্মচারীরা

নারায়ণগঞ্জ জেলা কারাগারের ১৫০ কর্মকর্তা ও কর্মচারীদের এক মাসের রেশন অসহায় দারিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নরগরীর সস্তাপুর জেলা কারাগারের সামনে ৫০০ পরিবারের সদস্যদের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি করে চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবন, সাবান ও মাক্স।

খাদ‌্য বিতরণকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার সুভাষ ঘোষ, তার স্ত্রী বিথি রানী ঘোষ, জেলার শাহ রফিকুল ইসলামসহ অনেকে।

জেল সুপার সুভাষ সাহা জানান, নারায়ণগঞ্জ জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে প্রায় ১৫০ জনের এক মাসের রেশন অসহায় দরিদ্রদের মধ‌্যে বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে বিশ্বব‌্যাপী খুবই খারাপ পরিস্থিতি বিরাজ করছে। দেশের মানুষকে সরকার নিরাপদে রাখতে ছুটি ঘোষণা করেছেন। এই ছুটির সময় খেটে থাওয়া মানুষের মুখে আহার তুলে দিতে জেলা কারাগারের প্রতিটি সদস্য ও তাদের পরিবার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুধু কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরাই নন। কারাবন্দিরাও অসহায় মানুষকে সাহায‌্য করতে কারাগারের ভেতরে স্থাপিত কারাগার্মেন্ট রিজিলিয়ান থেকে বিনা পারিশ্রমিকে মাস্ক তৈরির করেছেন। সেই মাস্কও বিতরণ করা হয়েছে।

 

রাকিব/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ