ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা: হবিগঞ্জে চিকিৎসকসহ ১০ জনের রিপোর্ট নেগেটিভ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ৭ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা: হবিগঞ্জে চিকিৎসকসহ ১০ জনের রিপোর্ট নেগেটিভ

হবিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ম্যাজিস্ট্রেট, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীসহ ১০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

বৃহস্পতিবার (৭ মে) হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৫ এপ্রিল তারা করোনায় আক্রান্ত হন।  চিকিৎসা দেওয়ার পর তাদের কয়েকটি পরীক্ষা করা হয়।  সবশেষ পরীক্ষায় ম্যাজিস্ট্রেট, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীসহ ১০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।  আরেকটি নমুনা নেগেটিভ হলেই তাদের সুস্থ ঘোষণা করা হবে এবং   রিলিজ দেওয়া হবে।

ডেপুটি সিভিল সার্জন আরো জানান, হবিগঞ্জ জেলা থেকে ঢাকা ও সিলেটে এ পর্যন্ত ২ হাজার ৪৮০ জনের নমুনা প্রেরণ করা হয়েছে।  এর মাঝে রিপোর্ট এসেছে ২ হাজার ৫টির।

জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯০ জনের। সুস্থ হয়েছেন একজন। 

 

 

মামুন/টিপু/সাইফ

 

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়