ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিলেটে আরও ৩ কোভিড ১৯ রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১২, ৯ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে আরও ৩ কোভিড ১৯ রোগী শনাক্ত

সিলেট জেলায় নতুন করে আরও তিনজন কোভিড ১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৮২ জনে দাঁড়ালো।

শুক্রবার (৮ মে) সিলেট এমএসজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের ফল পজিটিভ এসেছে।

মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন শনাক্ত হওয়া তিনজন জেলার কানাইঘাট, জকিগঞ্জ ও সদর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে কানাইঘাট উপজেলায় প্রথম কোভিড ১৯  রোগী শনাক্ত হলেন। তিনি ধান কাটতে হবিগঞ্জে গিয়ে আক্রান্ত হন; তবে তার শরীরে করোনার উপসর্গ ছিল না।

হবিগঞ্জ থেকে ফেরার পর ২ মে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ করা হয় তার।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সিলেটে ৫ এপ্রিল প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। করোনায় মারা গেছেন প্রথম শনাক্ত হওয়া ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

 

সিলেট/নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ