ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মুন্সীগঞ্জে ৬৫ কারাবন্দিকে মুক্তি

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৯ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুন্সীগঞ্জে ৬৫ কারাবন্দিকে মুক্তি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের সাধারণ ক্ষমার আওতায় মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ৬৫ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

শনিবার (৯ মে) বেলা ১২টার দিকে বিভিন্ন মামলায় লঘু দণ্ডপ্রাপ্ত এসব বন্দিকে মুক্তি দেওয়া হয়।

জেলা কারাগারের জেল সুপার নুরুন্নবী ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাধারণ ক্ষমায় মুক্তির জন্য মুন্সীগঞ্জ জেলা কারাগারের ৭১ জন বন্দির তালিকা কারা অধিদপ্তরে পাঠানো হয়েছিল। অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী প্রথম ধাপে ১ জন ও দ্বিতীয় ধাপে ৫ জন কারাবন্দীকে জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তৃতীয় ধাপে শনিবার ৬৫ কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।


মুন্সীগঞ্জ/রতন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ