ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিলেটে ৭ পুলিশসহ ২১ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২১, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিলেটে ৭ পুলিশসহ ২১ জন করোনায় আক্রান্ত

সিলেটে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দুই কারারক্ষী, এক পুলিশ এবং এক চিকিৎসকসহ আরও ২১ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১৬৫ জনে দাঁড়ালো। আর বিভাগে সবমিলিয়ে আক্রান্ত হয়েছেন ৪৫৩ জন।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে এ তথ্য জানিয়েছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, মঙ্গলবার ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এ ২১ জনের নমুনার ফলাফল পজিটিভ আসে।

নতুন শনাক্ত হওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা। এদের মধ্যে জেলার বিশ্বনাথ থানায় কর্মরত ৭ জন পুলিশ সদস্য, সিলেট কেন্দ্রীয় কারাগারের দুই কারারক্ষী, শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি ৬ জন, ওসমানী মেডিক্যালের ২ জন, গোলাপগঞ্জের তিনজন এবং কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের এক সহকারী মেডিকেল অফিসারও রয়েছেন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল সিলেট জেলায় প্রথম একজন কোভিট-১৯ পজিটিভ শনাক্ত হন। এরপর এ সংখ্যা বাড়তেই আছে। এ পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন প্রথম করোনা আক্রান্ত রোগী ডা. মঈনসহ ৭ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১১৭ জন। আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৫৬ জন।


সিলেট/নোমান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়