Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৩ জুন ২০২১ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪২৮ ||  ০১ জিলক্বদ ১৪৪২

সিলেটে করোনায় মারা গেলেন পল্লী চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিলেটে করোনায় মারা গেলেন পল্লী চিকিৎসক

সিলেটে শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবুল কাশেম (৪০) এক পল্লী চিকিৎসক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই চিকিৎসক বুধবার (২০ মে) রাত ১০টার দিকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছিলেন। পরে দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান।

আবুল কাশেম জেলার গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারে ফার্মেসির ব্যবসা করতেন। তিনি আক্রান্ত এক রোগীর সংম্পর্শে এসে নিজেও আক্রান্ত হয়েছিলেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। মারা যাওয়া ওই ব্যক্তির দাফন ধর্মীয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুসারে করা হবে বলেও জানান তিনি।

এ পর্যন্ত সিলেট জেলায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২৯ জন।


সিলেট/নোমান/এসএম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়