ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ‌্যা বেড়ে ১২৪৯

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৯, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ‌্যা বেড়ে ১২৪৯

গাজীপুরে নতুন করে আরও ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।  

নতুনদের নিয়ে এ পর্যন্ত জেলার পাঁচ উপজেলায় মোট করোনা পজেটিভ (কোভিড-১৯) রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে।

সোমবার (১ জুন) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, সর্বশেষ ৮৩১ জনের নমুনা পরীক্ষা শেষে করোনা পজেটিভে নতুন আক্রান্ত হয়েছেন ৬৯ জন। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ৩১ জন, কালিয়কৈর উপজেলায় ১৫ জন, কালীগঞ্জ উপজেলায় ৭ জন, কাপাসিয়া উপজেলায় ৩ জন এবং শ্রীপুর উপজেলায় ১৩ জন।

প্রাপ্ত তথ্য অনুসারে, জেলায় এ পর্যন্ত মোট ১০ হাজার ৬৮৭ জনের নমুনা পরীক্ষার পর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ১২৪৯ জনের। এরমধ্যে সর্বোচ্চ ৮১৩ জন গাজীপুর সদর উপজেলায়। এছাড়া জেলার কালিয়াকৈর উপজেলায় ১২৪ জন, কালীগঞ্জ উপজেলায় ১৪০ জন, কাপাসিয়া উপজেলায় ৯২ জন এবং শ্রীপুর উপজেলায় ৮০ জন রয়েছেন।

 

গাজীপুর/হাসমত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়