ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক, পুলিশসহ ৩৭ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক, পুলিশসহ ৩৭ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় একজন চিকিৎসক, একজন স্বাস্থ্যকর্মী ও প্রথমবারের মতো চার পুলিশ সদস্যসহ ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ে ৩৭ জনের নমুনার ফল পজেটিভসহ ১০২ জনের নমুনার ফল পৌঁছে। এটিই জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। তবে করোনায় আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ১০২জনের নমুনার ফল কার্যালয়ে পৌঁছায়। এর মধ্যে ৩৭জনের নমুনার ফল পজেটিভ আসে। আক্রান্ত হয়েছেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ, নাসিরনগর থানার একজন সহকারী উপরিদর্শক (এসআই), তিনজন কনস্টেবলসহ ৬জন, সদর উপজেলার ১৩জন, বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ ৫ জন, বিজয়নগর উপজেলার একজন, নবীনগর উপজেলার ৪ জন, কসবা উপজেলার ৮জন। এখন পর্যন্ত জেলায় চার হাজার ২২২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩ হাজার ৪৬৪জনের নমুনার ফল পাওয়া গেছে। জেলায় এখন পর্যন্ত ১৬৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত রয়েছন দুজন। এপযর্ন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন পাঁচজন চিকিৎসকসহ মোট ৬১জন। জেলার বিজয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৭৬জন। বর্তমানে জেলায় আসোইলেশনে রয়েছেন ৬১জন, কুমিল্লায় ৩জন, ঢাকায় ৩জন ও চট্টগ্রামে একজন। মঙ্গলবার দুপুর পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন, তাদের আইসোলেশন নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক সানজিদা আক্তার বলেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত আমাদের কাছে ১০২জনের নমুনার ফল এসেছে। তাদের মধ্যে একজন চিকিৎসকসহ ৩৭ জন করোনায় পজেটিভ বলে জানানো হয়েছে। তবে করোনায় আক্রান্তের সংখ্যা আজ আরো বাড়তে পারে। সেটি সন্ধ্যায় প্রকাশ করা হবে।



ব্রাহ্মণবাড়িয়া/মাইনুদ্দীন রুবেল/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়