ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিরাজুম মনিরাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ১৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিরাজুম মনিরাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সিরাজুম মনিরাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) রিমান্ড শুনানি শেষে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মহিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারি প্রশাসক তাবিউর রহমান প্রধান জানান, প্রয়াত মন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে কটুক্তি করায় বিশ্ববিদ্যালযের নিয়ম অনুয়ায়ি তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি জেল হাজতে থাকায় ডাকযোগে বরখাস্তের চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত ১৩ জুন সন্ধ্যার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মনিরা তার নিজের ফেসবুক পেজে নাসিমকে নিয়ে কটুক্তি করে মন্তব্য করেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু হেনা মোস্তফা কামাল বাদী হয়ে তাজহাট থানায় ডিজিটাল আইনে মামলা দায়ের করেন। ওই দিন রাত সোয়া ২টার দিকে শিক্ষক সিরাজুম মনিরাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মহিবুল ইসলাম জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাজহাট এর বিচারক ওই শিক্ষককে দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।


নজরুল মৃধা/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ