ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শরণখোলায় সেনাবাহিনীর তদারকিতে বাঁধ সংস্কার শুরু

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ১৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শরণখোলায় সেনাবাহিনীর তদারকিতে বাঁধ সংস্কার শুরু

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের শরণখোলায় বেড়িবাঁধের সংস্কার কাজ কাজ শুরু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সেনা বাহিনীর তত্ত্বাবধানে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা আশার আলো মসজিদের সামনে থেকে এই কাজ শুরু হয়।  

বাঁধ সংস্কার প্রসঙ্গে স্থানীয় শাহিন হাওলাদার, সবুজ শিকদার, রাজ্জাকসহ কয়েকজন বলেন, ‘আম্ফানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের সংস্কার শুরু হয়েছে। এতে আমরা খুশি। নদীশাসন করে টেকসই বেড়িবাঁধ সংস্কার না হলে এই দুর্দশা যাবে না।’ 

জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা বলেন, ‘আম্ফানে ভেঙে যাওয়া বেড়িবাঁধের সংস্কার শুরু হয়েছে। আশা করি, খুব দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে। এই অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা শেষ হবে।’

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদুজ্জামান খান বলেন, ‘৩৫/১ পোল্ডারের ১৭০০ মিটার ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার ও ৬০০ মিটার নদীর তীর সংরক্ষণ কাজ শুরু হয়েছে। আশা করি, দ্রুত এই কাজ শেষ হবে।’ তিনি আরও বলেন, ‘ঝুঁকিপূর্ণ দুই কিলোমিটার অংশে নদীশাসন প্রকল্পের অনুমোদন পেলে কাজ শুরু করতে পারবো।’



বাগেরহাট/আলী আকবর টুটুল/সাজেদ/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়